চাঁদপুরে ইয়াবাসহ আটক-১
- আপডেট সময় : ০৯:০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ৭০
মোঃ জাবেদ হোসেন:
চাঁদপুর ডিবি পুলিশ অভিযানে পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জনকে আটক করা হয়েছে। রোববার (১৫ অক্টোবর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের পশ্চিম সকদি নুরীর বাপের এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর হলো, মোঃ কাউছার খান (২৪)।
আটককৃত আসামীর দেহ তল্লাশী করে লুঙ্গীর ভাজে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানায় যে, উদ্ধারকৃত ইয়াবা স্বল্প মূল্যে ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে।
আটককৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-৩৯, তারিখ-১৫/১০/২৩খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর সারনির ১৯(ক) রুজু করা হয়।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
চাঁদপুর পুলিশ সুপার, মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায়, ওসি ডিবি এনামুল হক, এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুছ ছালামসহ ডিবির একটি দল উক্ত অভিযান পরিচালনা করেন।