বিয়ের পিঁড়িতে প্রভাস-আনুশকা শেঠি!
- আপডেট সময় : ১২:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ৬৭
বিনোদন বক্স:
বিয়ের পিঁড়িতে বসেছেন দক্ষিণী সিনেমায় সুপারস্টার প্রভাস ও অভিনেত্রী আনুশকা শেঠি! দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণী বিয়ের সাজে আনুশকা শেঠী ও প্রভাসের ছবি ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, একে অপরের পাশে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন আনুষ্কা-প্রভাস।
প্রথম দেখাতে যে কেউ মনে করতেই পারে এই দুই তারকা নিশ্চয়ই বিয়ে করছেন। তবে এটা সত্যি নয়। ছবিগুলি বানানো হয়েছে গুগল এআইয়ের সাহায্যে। বাস্তব জীবনে তাদের দূরত্বের খবর পেতেই ভক্তরা নিজেদের মনের মতো রূপ দিলেন দুই তারকাকে।
এদিকে আনুশকা শেঠির সঙ্গে দূরত্ব বাড়ানোর পরেই নাকি কৃতি শ্যাননে মজেছেন ‘বাহুবলী’ তারকা। ‘আদিপুরুষ’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন কৃতি ও প্রভাস। সেই সিনেমার সেটেই একে অপরের প্রেমে পড়েন তারা। দু’জনেই একে অপরের প্রশংসায় পঞ্চমুখ। তবে সম্পর্ক নিয়ে মুখ খুলতে নারাজ দুই তারকা।
মাস কয়েক আগেই এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে আনুশকা বলেছেন, ‘বিয়ে নিয়ে তেমন তাড়াহুড়ো নেই। যখন হওয়ার হবে খুব স্বাভাবিক ভাবেই সেটা হবে। সব কিছুর একটা নির্দিষ্ট সময় রয়েছে বলেই বিশ্বাস অভিনেত্রেীর। ও দিকে ৪০ পেরিয়ে গিয়েছেন প্রভাস। অভিনেতার মায়ের ইচ্ছে, এ বার সংসারী হোক ছেলে।
এক সময় আনুশকা শেঠী ও প্রভাসের সঙ্গে প্রেমের জোর গুঞ্জন শোনা যেত দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। ২০০৯ সালে ‘বিল্লা’ সিনেমার সেটে দেখা দু’জনের। সেই সিনেমাতেই প্রথম একসঙ্গে কাজ করেন প্রভাস-আনুশকা। তার পর ‘বাহুবলী’ সিনেমায় তাদের অনবদ্য যুগলবন্দি দেখে ভক্তরা বার বার চাইছেন জুঁটি বাঁধুন তারা।