মোরেলগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১
- আপডেট সময় : ০৯:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ৬০
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ দেবনাথ (৫০) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রীর মা তৃপ্তি রানী দেবনাথ বাদি হয়ে বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে থানায় মামলা দায়ের করেছেন।
মোরেলগঞ্জ থানার (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাত ১০ টার দিকে রামচন্দুপুর গ্রামের মতিলাল দেবনাথের ছেলে চা দোকানী গোবিন্দকে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ গ্রেফতার করে। স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে মঙ্গলবার দিবাগত রাতে ধর্ষণ করে সে। নির্যাতিতা ছাত্রীটিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার পরদিন বুধবার অসুস্থ অবস্থায় মেয়েটি বিদ্যালয়ে তার সহপাঠিদের কাছে ঘটনা জানায়। বিকেলে তার অভিভাবকেরা ৯৯৯ নম্বরে ফোন দিলে নিকটস্থ মহিষপুরা ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক গোবিন্দ দেবনাথকে গ্রেফতার করে। আসামি গোবিন্দকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।