বাকেরগঞ্জে হত্যা মামলায় ১ জনের ফাঁসি,৩ জনের যাবজ্জীবন
- আপডেট সময় : ০৫:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ৮৩
মোঃ রানা সন্যামত, বরিশাল:
বরিশালের বাকেরগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজু। তিনি বলেন, ২০১৯ সালে ৫ই মার্চ রাতে খয়রাবাদ গ্রামে টিউবওয়েল বসাতে আসা শ্রমিক রাসেল হাওলাদার, শাহীন, বেল্লাল, ইদ্রিস মিলে ফয়সাল আহমেদ প্রিন্সকে (২৬) মাথায় আঘাত করে হত্যা করেন। তার ভাড়ায় চালিত মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা নিয়ে যায় তারা।
এ ঘটনায় ফয়সালের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে ২০১৯ সালের ৬ই মার্চ বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেন। বাকেরগঞ্জ থানা পুলিশ ২০২০ সালের ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। পরবর্তীতে আদালত সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত।