সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিন ধরে হেলে পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, সংস্কারণের উদ্যোগ নেয়নি ডিপিডিসি
- আপডেট সময় : ১১:৫৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ৬৫
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে দীর্ঘদিন যাবত একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে আছেন। খুঁটিটির পাশেই অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়। খুঁটি টি সোজা না থেকে বেকে যাওয়ায় ওইখানকার নেতাকর্মীসহ সাধারণ জনতার কার্যালয়ে উঠানামা করতে ব্যঘাত ঘটায় সরকার দলীয় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমানকে জানানো হয় বিষয়টি।
পরবর্তীতে সংস্কারের আবেদন লিখে এমপির সুপারিশকৃত একটি চিঠি পাঠানো হয় ঢাকাস্থ মাতুয়াইল জোন (ডিপিডিসি) নির্বাহী প্রকৌশলী বরাবর। কিন্ত আবেদনের ৩ মাস অতিক্রম হলেও এখনো সংস্করণের উদ্যোগ নেয়া হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ৯ নং ওয়ার্ডস্থ জালকুড়ি ফয়েজ মার্কেট সংলগ্ন সরদার মার্কেটের আওয়ামী লীগ কার্যালয়ের পূর্ব পাশের বিদুৎতের খুঁটিটি হেলে পড়েছে। এর ফলে বিদ্যুতের তারাগুলোর অনেক অংশ কার্যালয়ের সিঁড়ি বরাবর ঝুঁকে রয়েছে। এবং ঝুঁকিপূর্ণ ওই বৈদ্যুতিক পোল সংলগ্নে রয়েছে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও একটি মার্কেট। এদিকে দুর্ঘটনার আতঙ্কে রয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন, যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
ওই মার্কেটের বিভিন্ন দোকানি ও দলীয় নেতাকর্মীর ভাষ্য, ওই সড়ক দিয়ে চলাচলরত পথচারী ও আশপাশের বাসিন্দারা সর্বক্ষণ দুর্ঘটনার আশঙ্কা নিয়েই পারাপার হচ্ছেন। দলীয় কার্যক্রম বা আলাপ-আলোচনার উদ্দেশ্যে কার্যালয়ে উঠানামা করতেও ব্যঘাত ঘটছে নেতাকর্মীদের। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটানা ঘটার সম্ভাবনা রয়েছে।
সরদার মার্কেটের এক দোকানি জানান, দীর্ঘদিন যাবত খুঁটিটি বেকে আছেন। এতে ব্যবসায় ক্ষতি হচ্ছে তাদের।
সংস্কারের জন্যে (ডিপিডিসি) বরাবর আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামিলীগের কার্যকারী সদস্য বদিউজ্জামান বদু জানান, দীর্ঘদিন যাবত আমাদের এখানকার পোলটি ঝুকিপূর্ণ অবস্থায় হেলে আছে। এটার জন্যে আমি আমাদের এমপি সাহেবের থেকে ডিউ-লেটার এনে ডিপিডিসিতে আবদেন করেছি। কিন্ত দু:খের বিষয় হচ্ছে এতদিন পার হলেও সংস্কার করেনি তারা। আমি যখনই তাদের সঙ্গে যোগাযোগ করি তারা বলে যে, আজ করছি কাল করছি। কিন্ত এখনো করা হয়নি।
সংস্করণ করা হচ্ছে না কেনো? জানতে চাইলে মাতুয়াইল (ডিপিডিসি) এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াার হেলাল উদ্দিন জানান, আমার আসলে বিষয়টি স্বরণে নেই। আমাদের কাছে তো অনেক অবেদন আসে, তাই সঠিকভাবে বলতে পারছি না কোনটি। তবে পূনরায় কেউ এসে যোগাযোগ করলে অবশ্য ব্যাপারটি দেখা হবে।