ধামইরহাটে কন্যা শিশু দিবস পালিত
- আপডেট সময় : ০৫:১০:১০ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ৪৮
মোঃ মোস্তাফিজুর রহমান:
নওগাঁর ধামইরহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশনের সহযাগিতায় এপি হলরুমে কিশোর-কিশোরী ক্লাবের শতাধিক সদস্যদের নিয়ে উৎসব মুখর পরিবেশে দিবসটি পালন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর জেসমিন আকতার জুথি, শিক্ষক জান্নাতুন নাইম প্রমুখ। সভায় বক্তাগণ ‘বিনিয়োগে অগ্রাধিকার-কন্যা শিশুর অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যা শিশুর যত্ন, তাদের অধিকার সম্পর্কে আলোকপাত করেন।