০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

রামগঞ্জে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • / ৬৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোহাম্মদ আলী, রামগঞ্জ:

রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের জাফর নগর গ্রামের মোঃ মানিক মোল্লার একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। সোমবার, (২ অক্টোবর) সকালে সব মাছ মরে ভেসে উঠে। উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৎস্যচাষী মানিক মোল্লার লিজ নেয়া পুকুরে এ ঘটনা ঘটে।
মানিক মোল্লা জানান, পাখির আলী বাড়ির পাশে হানিফ মেম্বারের প্রায় ৬০ শতক জমিতে তেলাপিয়া মাছের চাষ করেছেন তিনি। রবিবার দিবাগত রাতের কোনো এক সময় তার ৬০ শতকের পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে পুকুর পারে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান। যার মূল্য প্রায় ১২ লাখ টাকা। তিনি আরও বলেন, আমি এই পুকুরে তিন মাস আগে দুই লাখ তেলাপিয়া মাছের পোনা ছেড়েছি। এ সময়ে প্রায় সাড়ে ১২টন খাবার এই মাছগুলোকে খাইয়েছি। আমার এই পুকুরে ১০ টন মাছ ছিল। গত রাতে আমার পুকুরে কে বা কারা বিষ ঢেলে দিয়েছে। এতে সব মাছ মরে ভেসে উঠেছে। দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে। আমি এ ঘটনায় রামগঞ্জ থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।
প্রতিবেশী ইব্রাহিম মিজি বলেন,তিনি কয়েকটি বড় বড় পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে যাচ্ছেন। উপজেলায় মৎস্য চাষে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। এখানে বেশ কয়েক জনের কর্মসংস্থানও হয়েছে। কে বা কারা রাতের আঁধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
১০নং ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল বলেন, এটি অমানবিক একটি কাজ করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা।
এ ব্যাপারে জানতে চাইলে রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদ মোস্তফা জানান, বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে গিয়ে পুকুরের পানি সংগ্রহ করে নিয়ে এসেছি। পানি পরীক্ষাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করছি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক জানান,মাছ মরার বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

রামগঞ্জে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

আপডেট সময় : ০৪:৫২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোহাম্মদ আলী, রামগঞ্জ:

রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের জাফর নগর গ্রামের মোঃ মানিক মোল্লার একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। সোমবার, (২ অক্টোবর) সকালে সব মাছ মরে ভেসে উঠে। উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৎস্যচাষী মানিক মোল্লার লিজ নেয়া পুকুরে এ ঘটনা ঘটে।
মানিক মোল্লা জানান, পাখির আলী বাড়ির পাশে হানিফ মেম্বারের প্রায় ৬০ শতক জমিতে তেলাপিয়া মাছের চাষ করেছেন তিনি। রবিবার দিবাগত রাতের কোনো এক সময় তার ৬০ শতকের পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে পুকুর পারে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান। যার মূল্য প্রায় ১২ লাখ টাকা। তিনি আরও বলেন, আমি এই পুকুরে তিন মাস আগে দুই লাখ তেলাপিয়া মাছের পোনা ছেড়েছি। এ সময়ে প্রায় সাড়ে ১২টন খাবার এই মাছগুলোকে খাইয়েছি। আমার এই পুকুরে ১০ টন মাছ ছিল। গত রাতে আমার পুকুরে কে বা কারা বিষ ঢেলে দিয়েছে। এতে সব মাছ মরে ভেসে উঠেছে। দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে। আমি এ ঘটনায় রামগঞ্জ থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।
প্রতিবেশী ইব্রাহিম মিজি বলেন,তিনি কয়েকটি বড় বড় পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে যাচ্ছেন। উপজেলায় মৎস্য চাষে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। এখানে বেশ কয়েক জনের কর্মসংস্থানও হয়েছে। কে বা কারা রাতের আঁধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
১০নং ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল বলেন, এটি অমানবিক একটি কাজ করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা।
এ ব্যাপারে জানতে চাইলে রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদ মোস্তফা জানান, বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে গিয়ে পুকুরের পানি সংগ্রহ করে নিয়ে এসেছি। পানি পরীক্ষাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করছি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক জানান,মাছ মরার বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন