বাগেরহাটে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, জেলা যুবদলের নিন্দা ও প্রতিবাদ
- আপডেট সময় : ০৭:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৩
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে উপজেলা বিএনপির কার্যালয়ে ঢুকে উপস্থিত বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা ও ভাংচুরের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতার ও দিষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছে জেলা যুবদলের নেতৃবৃন্দরা।
শনিবার (৩০সেপ্টেম্বার) সকালে বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মো: হারুন আল রশীদ ও সাধারণ সম্পাদক মো: সুজন মোল্লা যৌথ স্বাখরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ দাবি জানান। বিজ্ঞাপ্তিতে বলেন,শুক্রবার(২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফকিরহাট উপজেলা বিএনপি অফিসে ঢুকে আওয়ামী সন্ত্রাসীরা উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে উপজেলা বিএনপির আহ্বায়ক মো: শহিদুল ইসলাম, সদস্য ইসলাম খান, ছাত্রদল নেতা ফরাদ সহ অসংখ্য নেতাকর্মীকে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। আমরা অবিলম্বে এ হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।