প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র: এমএ কুদ্দুস
- আপডেট সময় : ০৮:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১১০
মতলব উত্তর প্রতিনিধি:
মতলব উত্তর উপজেলায় ৩দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ ও উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে দিবস উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নিবার্হী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন। আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকতা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সজিব চন্দ্র দাস প্রমুখ। আলোচনা সভা শুরু হওয়ার পূর্বে উন্নয়ন মেলার ষ্টল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়্যারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ও অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ হবে একটি উন্নত রাষ্ট্র। এতে করে আমরা বিশ্বে মাথা উঁচু করে বাঁচতে পারবো। ইত্যোমধ্যেই আমাদের দেশে অনেক মেঘা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। যার কারণেই আমরা কয়েক ধাপ এগিয়ে গিয়েছি। এটা সম্ভব হয়েছে শুধু মাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারনেই। তিনি বলেন, সেই একাত্তরের স্বাধীনতা বিরোধী রাজাকারেরা এখনো দেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা চেয়েছিল একাত্তরের পরবর্তী সময়ে দেশটাকে আবারো পাকিস্তান বানিয়ে ফেলতে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের হাল ধরেন এবং বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ হিসেবে রূপান্তরিত করেন।
এমএ কুদ্দুস আরো বলেন, স্বাধীনতার পর থেকে অনেক সরকার আসছে গেছে। কিন্তু জনগণের সেবায় একটি মন্ত্রণালয় কাজ করে সেটি হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের অধীনে আজকে প্রথম বারের মতো পালিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস। এটিও একমাত্র আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করলেন। এরআগে কোন সরকার এটি চিন্তাও করেনি। এই স্থানীয় সরকারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সরকারি সেবা পেয়ে থাকি। আমাদের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হয়ে থাকে। আমরা পেয়েছি আধুনিক রাস্ত ঘাট, আধুনিক শিক্ষা ভবন, ব্রীজ ও বিভিন্ন ধরনের স্থাপনা। তাই আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।