সাংবাদিক এ.এম. ইকবালের কনিষ্ঠ কন্যা ইমুর ১০ তম জন্মদিন পালন
- আপডেট সময় : ০৮:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
- / ৮৬
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
প্রতিদিনের নিউজ অনলাইন পত্রিকার সম্প্রতি নিয়োগ প্রাপ্ত টাঙ্গাইল জেলা প্রতিনিধি, কবি, শিক্ষক এবং টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.এম. ইকবালের কনিষ্ঠ কন্যা ইলভি আক্তার ইমুর আজ ১০ তম শুভ জন্মদিন। এ উপলক্ষে বিল ঘারিন্দায় তার বাস ভবনে কেক কাটা উৎসব সহ কচি কাচা ছোটমনিদের নিয়ে ক্ষুদ্র পরিসরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে জান্নাতুল মাওয়া। কবিতা আবৃত্তি করে আল রাইয়ান, মাইশা মনি ও ওয়াফিল ইসলাম আরাবী সহ আরও অনেকে।
পরিবার জানায়, টাঙ্গাইল সদর থানার ৩ নং ঘারিন্দা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সবুজে ঘেরা ছায়া সুনিবিড় বিল ঘারিন্দা মহল্লার অধিবাসী ফুটফুটে জোছনার মতো মেয়ে ইলভি আক্তার ইমু। বর্তমানে ঘারিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী। বিগত ২২-১১-২০১২ সালে বেলা ১টা ৩০ মিনিটে ভূমিষ্ট লাভ করে মা জননী আফরুজা আক্তার বিউটির মায়াভরা কোল আলোকিত করে। এ সময় এক কন্যার পিতা হওয়ার গৌরব অর্জন করে সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাসাইল উপজেলার একঢালা গ্রামের অধিবাসী এ.এম.ইকবাল। তিনি কালিহাতী উপজেলাধীন ভূক্তা গ্রামের কনে আফরুজা আক্তার বিউটির সহিত বিবাহের মিষ্টি বন্ধনে আবদ্ধ হন ২০০১ সালে। তিনি কন্যা সন্তানের আগে পুত্র সন্তান লাভ করেন। পুত্র আয়তুল ইসলাম ইমন এইচ এস সি পরীক্ষার্থী। ইমুর শুভ জন্মদিনে মেয়ে ইমুর জন্যে দোয়া প্রার্থী এই দম্পতি।