১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
শরৎ এলো
রিপোর্টার
- আপডেট সময় : ১২:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / ৬৩
কবি: নাদিয়া রিফাত
শরৎ এলো শরৎ এলো,
বর্ষা যে নিলো বিদায়
বর্ষা শেষে সূচনা হলো
নতুন এক অধ্যায়।
নীল আকাশে শুরু যে খেলা
মেঘেদের লুকোচুরি।
ঘাসের কোণে শিশির মেলা,
কুয়াশার ছড়াছড়ি।
শাপলা ফোটে দিঘির জলে,
শেফালী ফোটে ঘাসে।
শিউলি ফোটে গাছের ডালে,
শরৎ প্রকৃতি হাসে।