পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতির ২১ তম মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ১১:৩৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / ৮৮
আজিজুল ইসলাম, পাইকগাছা:
খুলনার পাইকগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট স, ম ইউসুফ আলীর ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পাইকগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন কমিটির উদ্যোগে পাইকগাছা বনাণী সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে জিএ রশীদের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
প্রধান আলোচক ছিলেন, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি,সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, পাইকগাছা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ তৈয়েব হোসেন নূর, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, সন্তোষ কুমার সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) গাজী রুহুল আমিন, সাংবাদিক রবিউল ইসলাম, অ্যাডভোকেট মোজাফ্ফর হাসান, ইউসুফ আলী তনয় হাদিউসজ্জামান, প্রসেনজিৎ রায়, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি জি, এম মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন, সাংবাদিক আলাউদ্দিন রাজা, আসাদুল ইসলাম,ফসিয়ার রহমান ও মাজহারুল ইসলাম মিথুন।পাইকগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতির ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।