যুবদল নেতা মুক্তির দাবিতে বাগেরহাট জেলা যুবদলের নিন্দা ও প্রতিবাদ
- আপডেট সময় : ১২:৫১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ৬৮
বাগেরহাট প্রতিনিধি:
মংলা থানার নাশকতার মামলায় মংলা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক পদপ্রত্যাশী মো: সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাগেরহাট জেলা যুবদল।
সোমবার (২৮ আগস্ট) সকালে জেলা যুবদলের সভাপতি মো: হারুন আল রশিদ ও সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে মো. সাইফুল ইসলামের নিঃশর্তর মুক্তি দাবি জানি বলেন, বর্তমান সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আন্দোলন থেকে দমানোর চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে আরো বলেন মামলা হামলা দিয়ে যুবদলের নেতা কর্মীদেরকে রাজপথ থেকে দমানো যাবে না। এই অবৈধ সরকারের সকল মামলা হামলার জবাব রাজপথে দিবে যুবদলের নেতাকর্মীরা। অবিলম্বে মংলা থানা যুবদলের নেতা মো: সাইফুল ইসলামসহ সকল রাজবন্দীদের নি:শর্ত মুক্তির দাবি জানান।