কার্পাসডাঙ্গায় কবি নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ৫৪
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ ও পরে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২৭ আগষ্ট সকাল ৯ টায় জাতীয় কবি কাজি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত মিশন পল্লির আটচালাঘর প্রাঙ্গনে কবির স্মৃতি ফলকে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর, নজরুল স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি রবিউল হোসেন শুকলাল, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল, আটচালা ঘর মালিক প্রকৃতি বিশ্বাস বকুল, সাংস্কৃতিক ব্যক্তি শহিদ বিশ্বাস, কবি আকলিমা, নজরুল সংগীত শিল্পী সাবেক ইউপি সদস্য আপেল হোসেন, ইউপি সদস্য সুমিয়া খাতুন, সাংস্কৃতিক ব্যক্তি কাউসার আলী, নির্মল মন্ডল, শিক্ষক প্রকাশ মন্ডল, মাওঃ আব্দুর রশিদ, জালাল উদ্দিন, শ্রীঃ রঘুনাথ পাল, সাংবাদিক মোস্তাফিজ কচি, বিল্লাল হোসেন,মেহেদী হাসান মিলন, শফি উদ্দিন, ওমিদুল হক, হারুন, নাহিদ নেওয়াজ, আনাছ প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন মাওঃ নুরুল আমীন প্রমূখ।