উলিপুরে টানা দুই দিনের ভারি বৃষ্টিতে কৃষকের আমন ধানের ব্যাপক ক্ষতি
- আপডেট সময় : ০৩:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ১২২
মোঃ রোকন মিয়া, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুর উপজেলা টানা দুই দিনের ভারী বৃষ্টিতে কৃষক এর আমন ধরনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় পানিতে তলিয়ে গেছে ধানের চারা। দুই দিনের বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে যাওয়া চর অঞ্চলের মানুষের অনেক বিপদে পড়তে হচ্ছে। গত ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের ফলে বাড়ছে নদ-নদীর পানি। আতঙ্কে নদী পাড়ের মানুষ ও আমন চাষীরা।
শুক্রবার (২৫ আগস্ট) ও শনিবার ভোর থেকে থেকে ভারি বর্ষণের ফলে জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিপাত অব্যাহত থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণির মানুষজন।
উলিপুর উপজেলাধীন গুনাইগাছ ইউনিয়নে মৌজা সন্তোষ অবিরাম নন্দু নেফারা ও টিকমা মৌজা কয়েকজন সাথে কথা হলে তারা বলে আমাদের কয়েক একর আবাদী জমি পানিতে তলিয়ে গেছে। কিছুদিন আগে বৃষ্টির পানিতে আমার আমন ক্ষেত তলিয়ে ক্ষতি হয়েছিল। পরে পানি শুকিয়ে যাবার পর আবারও নতুন করে জমিতে ধান রোপণ করেছি। এবার যদি আবার বন্যা এসে ধান নষ্ট হয়ে যায়। তাহলে আমার অনেক ক্ষতি হবে। হামার আর ক্ষমতা নাই। যে ক্ষতি কাটিয়ে আবারও নতুন করে ধান লাগার।
মোঃ মোকবুল হোসেন বলেন, মোর (২.৫০ দুই একর পঞ্চাশ শতক) ও মোঃ ফুলু সরকার বলেনে, (১৫.একর) ও মো তসলিম সরকার বলেন হামরা ভাইয়ে চারি সবাই মিলি (২০ একর) জমিতে ধান লাগাইছি একই এলাকার মোঃ মোস্তা ব্যাপারি বলেন হামরা গরিব মানুষ কোন রকমে (৪ একর) জমিতে এবার আমনে স্বর্ণা ধান গারছি এবার মনে হয় ধানের আশা বাদে দেওয়া লাগে। কাল রাতে থাকি যে বৃষ্টি আজ সকালে যায়া দেখি পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় দের মধ্যে মকবুল হোসেন বলেন, কালকে হামরা সার দিনো জমিতে আজ সকাল হতে হতে দেখি জমি আমার তলে গেছে। এমনি চিনতে তে বাসিনে তোরই তরকারি যে দাম এবার আবাদ খায়া গেলে খামু কি)। একই এলাকার আরেক কৃষক বলেন আমরা (২০ বিঘা) উপরে জমিতে আমনে স্বর্ণা ধান রোপণ করছি। গতকাল থেকে যে আকাশের অবস্থা কি যে হবে। বৃষ্টি রাত থেকে সমানে চলছে। এরকম বৃষ্টি থাকলে তো বন্যা হয়ে যাবে। এবার ধান নষ্ট হয়ে গেলে বড় ক্ষতির মুখে পড়ব।