নাটোরে কোটি টাকা হেরোইন উদ্ধার, গ্রেফতার-২
- আপডেট সময় : ০৬:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / ৬৮
আল আমিন, নাটোর:
নাটোরে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন এবং ১টি পাথর বোঝাই ট্রাকসহ ২ জনকে আটক করা হয়েছে পুলিশ। নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) অফিসার্স ইনচার্জ সদর থানা, ডিআইও (১), ইন্সপেক্টর আবু সাদাদ, ডিবি সহ নাটোর থানা পুলিশ গত মঙ্গলবার, ২২আগষ্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা হতে ঢাকাগামী পাথর বোঝাই হলুদ রংয়ের টাটা ১ টি ট্রাক নাটোর শহরের বড়হরিশপুরস্থ মেসার্স মুন মটরসের দোকানের সামনে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন, সাগর আলী (২১), পিতা-মোঃ আব্দুস সাত্তার, সাং-মিয়া সাহেব পাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ ও হেলপার, সালাহ উদ্দিন (২১), পিতা-মোঃ সেলিম, সাং-ব্রাহ্মনগাঁও, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুরকে আটক করে।
এ সময় আটককৃত আসামীদের হেফাজত হতে ট্রাকের ড্যাশ বোডের ভিতরে থাকা সাদা পলিথিনে মোড়ানো সর্বমোট ৯ (নয়) টি প্যাকেটের ভিতর প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৩.৭০০ (তিন কেজি সাত শত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং একটি টাটা হলুদ রংয়ের পাথর বোঝাই ট্রাক উদ্ধার পূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।