১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
খুকির বিয়ে
রিপোর্টার
- আপডেট সময় : ০১:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ৯৬
কবি: নাদিয়া রিফাত
প্রতিবেশীরা বাড়ি এলো,
মা দিলো খেতে খই।
খাওয়ার পরে বললো,
সবাই খুকি কই।
মায়ের ডাকে খুকি এলো,
এসে দিলো সালাম।
প্রতিবেশী প্রশ্ন করলো,
কী গো তোমার নাম।
লজ্জা পেয়ে খুকি ছুটলো,
ও ভারী মিষ্টি মেয়ে।
প্রতিবেশী মাকে বললো;
কখন দিবে বিয়ে।