মোরেলগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকীতে দোয়া
- আপডেট সময় : ০৯:৩৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১২০
এনায়েত করিম রাজিব:
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮আগষ্ট) রাত ৮ টায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইফতেখার উদ্দিন দিলাল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড.তাজিনুর রহমান পলাশ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন দুলাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, পৌর যুব লীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, পৌর তাঁতী লীগের সভাপতি এনায়েত করিম রাজিব,সাধারন সম্পাদক আরিফ তালুকদার, মৎসজীবী লীগের সভাপতি মনসুর আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মহিদুজ্জামান মহিদ, সাধারন সম্পাদক নুরন্নবী পরাগ প্রমুখ।
এসময় বক্তারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনের বিভিন্ন দিক তুলেধরে আলোচনা এবং স্মৃতিচারণ করেন। সভা শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ও কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়।