১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

কপোতাক্ষ নদের চর নিলামে বিক্রি করে দিলো বন্ধন তরুণ সংঘ

রিপোর্টার
  • আপডেট সময় : ০১:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • / ৯৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোক্তার হোসেন, খুলনা:

সমুদ্র উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলার সদরে কপোতাক্ষ নদের সরকারি চর অবৈধভাবে স্থানীয়দের কাছে লিজ দিচ্ছে গোবরা গ্রামের বন্ধন তরুণ সংঘ নামে একটি অনিবন্ধিত সামাজিক সংগঠন।
খোঁজ নিয়ে জানা গেছে,কপোতাক্ষ নদের চরে ও বনে মাছ ধরার জন্য মাছের পোনা শিকারীদের কাছ থেকে আট থেকে বারো হাজার মাসিক চুক্তিতে চরের অংশ বিক্রি করে দিচ্ছে, বন্ধন তরুণ সংঘ। নিলামের মাধ্যমে চরের অংশ স্থানীয় মৎস্য পোনা শিকারী রাজু সানা,জাহাঙ্গীর ঢালী,সাঈদ গাজীর কাছে মাসিক চুক্তিতে বিক্রি করে দেওয়া হয়।
নিলামে অংশ নেওয়া জাহাঙ্গীর হোসেন ঢালী বলেন, আমি সহ গোবরা গ্রামের ১৮ থেকে ২০ জন নিলামে অংশ নিয়ে বন্ধন তরুণ সংঘের কাছ থেকে মাসিক চুক্তিতে সরকারি চরের অংশ লিজ নিয়েছি। সরকারি চর একটি সংগঠন কিভাবে লিজ দিচ্ছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন চরটি তাদের অংশ।
স্থানীয় বাসিন্দা সাইফুল্লাহ মিস্ত্রী বলেন, সরকারি চরের জমি অবৈধ ভাবে লিজ দিয়ে ব্যবসা করছে অবৈধ সংগঠনটি।কোন নদীর জায়গা দখল,ক্রয়-বিক্রয় করা যাবে না মর্মে প্রধানমন্ত্রীর কড়া হুশিয়ারী রয়েছে এদিকে হাইকোর্টেরও নিষেধাজ্ঞা রয়েছে।তারপরও সরকারি চরের জমি প্রকাশ্য বিক্রি করে দিলো অথচ প্রশাসন কিছুই জানে না।
গোবরা গ্রামের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডি.এম আব্দুল গফফার বলেন, গ্রামের গরিব মানুষ নদীতে মাছ ধরবে এর জন্য কেহ সরকারি চর বিক্রি করে টাকা নিলে বিষয়টি দুঃখজনক। নদীর চর অবৈধ ভাবে দখল ও লিজ দেওয়া বে-আইনী। এলাকার মানুষ নদীতে টাকা ছাড়া মাছ ধরুক এটা আশা করি।
বন্ধন তরুণ সংঘের সভাপতি জি এম নাহিয়ান বিন মোজাহিদ বলেন, সামাজিক কাজ করার জন্য টাকা প্রয়োজন, এজন্য সরকারি চর দুমাসের জন্য নিলামে দেওয়া হয়েছিল। নদী চর ভরাট করে মাঠ বানানো হয়েছিল, চরের কিছু অংশ এখনোও টাকার অভাবে ভরাট করা হয়নি। তাই দুমাসের জন্য চর নিলামে দেওয়া হয়।
কয়রা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিএম তারিক-উজ-জামান বলেন, বিষয়টি তিনি জানেন না। তবে কেহ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

কপোতাক্ষ নদের চর নিলামে বিক্রি করে দিলো বন্ধন তরুণ সংঘ

আপডেট সময় : ০১:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোক্তার হোসেন, খুলনা:

সমুদ্র উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলার সদরে কপোতাক্ষ নদের সরকারি চর অবৈধভাবে স্থানীয়দের কাছে লিজ দিচ্ছে গোবরা গ্রামের বন্ধন তরুণ সংঘ নামে একটি অনিবন্ধিত সামাজিক সংগঠন।
খোঁজ নিয়ে জানা গেছে,কপোতাক্ষ নদের চরে ও বনে মাছ ধরার জন্য মাছের পোনা শিকারীদের কাছ থেকে আট থেকে বারো হাজার মাসিক চুক্তিতে চরের অংশ বিক্রি করে দিচ্ছে, বন্ধন তরুণ সংঘ। নিলামের মাধ্যমে চরের অংশ স্থানীয় মৎস্য পোনা শিকারী রাজু সানা,জাহাঙ্গীর ঢালী,সাঈদ গাজীর কাছে মাসিক চুক্তিতে বিক্রি করে দেওয়া হয়।
নিলামে অংশ নেওয়া জাহাঙ্গীর হোসেন ঢালী বলেন, আমি সহ গোবরা গ্রামের ১৮ থেকে ২০ জন নিলামে অংশ নিয়ে বন্ধন তরুণ সংঘের কাছ থেকে মাসিক চুক্তিতে সরকারি চরের অংশ লিজ নিয়েছি। সরকারি চর একটি সংগঠন কিভাবে লিজ দিচ্ছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন চরটি তাদের অংশ।
স্থানীয় বাসিন্দা সাইফুল্লাহ মিস্ত্রী বলেন, সরকারি চরের জমি অবৈধ ভাবে লিজ দিয়ে ব্যবসা করছে অবৈধ সংগঠনটি।কোন নদীর জায়গা দখল,ক্রয়-বিক্রয় করা যাবে না মর্মে প্রধানমন্ত্রীর কড়া হুশিয়ারী রয়েছে এদিকে হাইকোর্টেরও নিষেধাজ্ঞা রয়েছে।তারপরও সরকারি চরের জমি প্রকাশ্য বিক্রি করে দিলো অথচ প্রশাসন কিছুই জানে না।
গোবরা গ্রামের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডি.এম আব্দুল গফফার বলেন, গ্রামের গরিব মানুষ নদীতে মাছ ধরবে এর জন্য কেহ সরকারি চর বিক্রি করে টাকা নিলে বিষয়টি দুঃখজনক। নদীর চর অবৈধ ভাবে দখল ও লিজ দেওয়া বে-আইনী। এলাকার মানুষ নদীতে টাকা ছাড়া মাছ ধরুক এটা আশা করি।
বন্ধন তরুণ সংঘের সভাপতি জি এম নাহিয়ান বিন মোজাহিদ বলেন, সামাজিক কাজ করার জন্য টাকা প্রয়োজন, এজন্য সরকারি চর দুমাসের জন্য নিলামে দেওয়া হয়েছিল। নদী চর ভরাট করে মাঠ বানানো হয়েছিল, চরের কিছু অংশ এখনোও টাকার অভাবে ভরাট করা হয়নি। তাই দুমাসের জন্য চর নিলামে দেওয়া হয়।
কয়রা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিএম তারিক-উজ-জামান বলেন, বিষয়টি তিনি জানেন না। তবে কেহ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন