নারী ফুটলারদের উপর হামলার প্রতিবাদে ধামইরহাটে গ্রীন ভয়েস নারী ফুটবল দলের মানববন্ধন
- আপডেট সময় : ০৭:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ৯০
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে গ্রীন ভয়েস নারী ফুটবল দলের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৩ আগস্ট বিকেল সাড়ে ৪ টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের উপজেলা পরিষদ গেটের সামনে খুলনার বটিয়াঘাটায় স্থানীয় ৪ জন নারী ফুটবলারদের উপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন পালন করেন নারী ফুটবলাররা।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েসের প্রতিনিধি মো. মাশেকুল ইসলাম, ধামইরহাট গ্রীন ভয়েস নারী ফুটবল দলের প্রশিক্ষক মোহাম্মদ আলী, আগ্রাদ্বিগুন ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক আবু সুফিয়ান খান বাবু, গ্রীন ভয়েস আগ্রাদ্বিগুন শাখার সাধারণ সম্পাদক রেজা আহম্মেদ, নারী ফুটবল দলের টিম লিডার সুরভী মার্ডি, খেলোয়ার, অনামিকা কিস্কু, অনিতা বাস্কে, বর্ষা, শিউলী প্রমুখ সহ গ্রীন ভয়েসের বিভিন্ন সদস্য ও নারী ফুটবলারবৃন্দ।
উল্লেখ্য ২৯ জুলাই বিকেলে খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামে চার নারী ফুটবলারকে মারধর করেন স্থানীয় কয়েকজন। তাঁরা তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির খেলোয়াড়। একাডেমির এক সদস্যের ছবি তার পরিবারের সদস্যদের দেখানোর ঘটনাকে কেন্দ্র করে তাদের মারধর করা হয়। এতে আহত হয় চার নারী ফুটবলার মঙ্গলী বাগচী, সাদিয়া নাসরিন, হাজেরা খাতুন ও জুঁই মন্ডল।
দেশের আলোচিত পরিবেশবাদী সংগঠণ গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, স্থানীয় নারী ফুটবলারদের ফুটবল খেলাকে কেন্দ্র করে খুলনার বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা গ্রামে বিভাগীয় অনুধ্ব-১৭ নারী ফুটবল দলের ৪ জনের উপর হামলা করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য কাজ, আমরা গ্রীন ভয়েসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি।