ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- আপডেট সময় : ০৭:১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ৬২
মোঃ মোস্তাফিজুর রহমান:
নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। নিরাপদ মাছে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার, ২৫ জুলাই সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য সপ্তাহের একটি র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে মিলিত হয়। সেখানে দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত শেষে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার ভূমি জেসমিন আকতার, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বিপিএম.পিপিএম, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, মেডিকেল অফিসার ডা. নিয়াজ মুস্তাক চৌধুরী, সঞ্চালক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওসমান গনি, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আনজুয়ারা প্রমুখ বক্তব্য রাখেন। পরে সফল মৎস্যচাষী উদ্যোক্তা হিসেবে কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, দেওয়ান পল্লব হাসানসহ ৩ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।