মোংলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
- আপডেট সময় : ০৫:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ৬১
বাগেরহাট প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্যদিয়ে মোংলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। রবিবার (২৩জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে বেলুন উড়িয়ে দিবসটির উদ্ভোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান। পরে উপজেলা প্রশাসনের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এ শ্লোগানে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উন্মক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী (অঃদাঃ) মোহাম্মদ আলিমুজ্জামান প্রমুখ। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।