চেয়ারম্যানের সহায়তায় ভাঙা রাস্তা মেরামত
- আপডেট সময় : ০৭:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ৭১
রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
নেত্রকোনা বারহাট্টা উপজেলার (বারহাট্টা-আটপাড়া) সড়কে অপরিকল্পিত ভাবে পানি নিষ্কাসনের জন্য রাস্তার নিচ দিয়ে গর্ত খুঁড়ে পাইপ দেওয়ার কারনে পাথর বাহী একটি ট্রাকের চাপে রাস্তা ভেঙ্গে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে যায়। গত রাত থেকে এই সড়ক দিয়ে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে জনগণের অসুবিধার কথা চিন্তা করে, বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদের পর পর ৩ বারের নির্বাচিত জনবান্ধব চেয়ারম্যান ও বর্তমান নবনির্বাচিত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে, দ্রুত সময়ে ভাঙা রাস্তাটি ইট, পাথর, বালু ফেলে মেরামতের ব্যবস্থা করেন।
রাস্তাটি দ্রুত সময়ে ঠিক করে দেওয়ার ফলে বৃ-কালিকা এলাকার প্রায় ১০০ শত পরিবার এ রাস্তা দিয়ে চলাচল করতে পেরে চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায় এই রাস্তার পূর্বপাশে প্রায় ১শত পরিবার বসবাস করে। কয়েকদিনের ভারি বর্ষনের কারনে ঘরের ভিতরে পানির উঠে যাওয়ার উপক্রম হয়। তাই এলাকা বাসী সবাই মিলে গতকাল (১৬ জুলাই) রবিবার অপরিকল্পিত ভাবে পানি নিষ্কাশনের পাইপ টি রাস্তার নিচে স্থাপন করে।
উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন বলেন, আমি জনগণকে ভালবাসি বলেই আমার ইউনিয়নবাসী পর পর ৩ বার আমাকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন। জনগণের দুর্ভোগের কথা ভেবেই যত দ্রুত সম্ভব রাস্তাটি মেরামত করেছি। আমি জনগণের বিপদে-আপদে সবসময়ই পাশে ছিলাম, আছি এবং থাকবো।