০২:১০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

বাগেরহাটে একরাতে সাত দোকানে চুরি

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৩২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • / ৫৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট জেলা সদরের পৌরশহরে এবার এক রাতে ৭ টি দোকানে চুরি সংঘটিত হয়েছে। শনিবার দিনগত গভীর রাতে বাগেরহাট পৌরসভার কাজী নজরুল ইসলাম সড়কের হাজি সামসুউদ্দিন প্লাজাসহ এর আশপাশের ৭ টি ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরি সংঘটিত হয়।
অজ্ঞাত চোরেরা এসব দোকান থেকে নগদ টাকা চুরি করেছে। চুরি হওয়া দোকান গুলি হলো আমজাদ হোসেনের আল আমিন প্লাস নামের কসমেটিকের দোকান, আবু বককর সিদ্দিকের রুবা ফ্যাসান নামের কাপড়ের দোকান, মাহাবুবুল আলমের পারিজাত গার্মেন্ট নামের কাপড়ের দোকান, শিরিনা আক্তারের জেএস ফ্যাশান নামের কাপড় ও কসমেটিকের দোকান, কাজি রুবেলের স্মাট চয়েজ নামের কসমেটিকের দোকান, বাশারাতে কাপড়ের দোকান মোঃ মামুনের কসমেটিকের দোকান। দোকান মালিকরা জানান, শনিবার রাত ৯/১০ টা থেকে পর্যায়ক্রমে সকল দোকান যথানিয়মে বন্দ করে ব্যবসায়িরা বাসায় চলে যায়। রবিবার সকালে দোকান খুলতে এসে দেখতে পায় প্রতিটা দোকানের সার্টার ভাঙ্গা ও খোলা। পরে দেখা যায় প্রতিটা দোকানের ক্যাশ থেকে নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। তবে কোন মালা মাল নেয় নি।
বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, চুরির খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ওই মার্কেট পরিদর্শন করেছি। ৭ টি দোকান থেকে লক্ষধিক নগদ টাকা চুরি হয়েছে। ওই মার্কেটে সিকিউরিটি গার্ড বা সিসি টিভি নাই। আমরা এ বিষয়ে চোর সনাক্ত করতে তদন্ত শুরু করেছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরির ঘটনায় থানায় মামলা হয়নি।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বাগেরহাটে একরাতে সাত দোকানে চুরি

আপডেট সময় : ১০:৩২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট জেলা সদরের পৌরশহরে এবার এক রাতে ৭ টি দোকানে চুরি সংঘটিত হয়েছে। শনিবার দিনগত গভীর রাতে বাগেরহাট পৌরসভার কাজী নজরুল ইসলাম সড়কের হাজি সামসুউদ্দিন প্লাজাসহ এর আশপাশের ৭ টি ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরি সংঘটিত হয়।
অজ্ঞাত চোরেরা এসব দোকান থেকে নগদ টাকা চুরি করেছে। চুরি হওয়া দোকান গুলি হলো আমজাদ হোসেনের আল আমিন প্লাস নামের কসমেটিকের দোকান, আবু বককর সিদ্দিকের রুবা ফ্যাসান নামের কাপড়ের দোকান, মাহাবুবুল আলমের পারিজাত গার্মেন্ট নামের কাপড়ের দোকান, শিরিনা আক্তারের জেএস ফ্যাশান নামের কাপড় ও কসমেটিকের দোকান, কাজি রুবেলের স্মাট চয়েজ নামের কসমেটিকের দোকান, বাশারাতে কাপড়ের দোকান মোঃ মামুনের কসমেটিকের দোকান। দোকান মালিকরা জানান, শনিবার রাত ৯/১০ টা থেকে পর্যায়ক্রমে সকল দোকান যথানিয়মে বন্দ করে ব্যবসায়িরা বাসায় চলে যায়। রবিবার সকালে দোকান খুলতে এসে দেখতে পায় প্রতিটা দোকানের সার্টার ভাঙ্গা ও খোলা। পরে দেখা যায় প্রতিটা দোকানের ক্যাশ থেকে নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। তবে কোন মালা মাল নেয় নি।
বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, চুরির খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ওই মার্কেট পরিদর্শন করেছি। ৭ টি দোকান থেকে লক্ষধিক নগদ টাকা চুরি হয়েছে। ওই মার্কেটে সিকিউরিটি গার্ড বা সিসি টিভি নাই। আমরা এ বিষয়ে চোর সনাক্ত করতে তদন্ত শুরু করেছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরির ঘটনায় থানায় মামলা হয়নি।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন