বাউফলে প্রশাসনের পরিচয়ে রাতের আঁধারে ডাকাতি
- আপডেট সময় : ০৫:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ৫১
রানা সেরনিয়াবাত, বরিশাল:
পটুয়াখালীর বাউফল উপজেলায় বাউফল পৌরসভার ২নং ওয়ার্ডে রাতের আঁধারে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটে। গত শনিবার, ১৫জুলাই রাত আনুমানিক ২ ঘটিকার সময় স্থানীয় শাহাবুদ্দিন মিয়ার নিজ গৃহে এ ঘটনা ঘটে, সরে জমিনে জানা যায় গ্রিল কেটে ডাকাত চক্র বাসভবনে ঢুকে নিজেদেরকে প্রশাসনের সদস্য বলে পরিচয় দেয় এবং বাসার ভিতরে ইয়াবা রয়েছে বলে ঘরে তল্লাশি চালিয়ে চার ভরি স্বর্ণ নগদ দেড় লক্ষ টাকা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চলে যায়, এ ব্যাপারে ভুক্তভোগী শাহাবুদ্দিন মিয়া বলেন আমি হার্টের রোগী, আমাদের ঘুমিয়ে থাকা অবস্থায় ডাকাত চক্র গ্রিল কেটে আমার ঘরে ঢুকে বলে আমরা ৭ জন ডিবির লোক বাহিরে ও সাতজন রয়েছে, কোন কথা বলবেন না ঘরের ভিতর ইয়াবা রয়েছে আমরা তল্লাশি চালাচ্ছি এই বলে তিনি ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্র দ্বারা জিম্মি করে চার ভরি স্বর্ণ ও টাকা পয়সা নিয়ে যায়, ডাকাত চক্র চলে গেলে ট্রিপল নাইনে ফোন করলে সাথে সাথেই পুলিশের একটা দল আমার বাসায় আসে, সে সময় ডাকাত চক্র অনেক দূরে চলে যায়। আমি সুস্থ তদন্ত সাপেক্ষে আমার মালামাল ফেরত চাই এবং দোষীদের আইনের আওতায় আনা হোক।
এ ব্যাপারে বাউফল থানার ওসি তদন্ত মোহাম্মদ মিজানুর রহমান বলেন ঘটনা শুনেই আমার নেতৃত্বে পুলিশের চৌকস একটি দল ঘটনাস্হল পরিদর্শন করি। আমারা দোষীদের সনাক্ত করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।