বাউফলে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা,আক্রান্ত শতাধিক
- আপডেট সময় : ১০:০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ১১৫
মোঃ রানা সেরনিয়াবাত, বরিশাল:
পটুয়াখালীর বাউফলে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে ঈদুল আজহায় ঢাকা থেকে গ্রামে আসা রোগীর সংখ্যাই বেশী। ঢাকায় না গিয়েও গ্রামের বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ছে। উপজেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিক সহ বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীরা।সচেতন না হলে সামনের দিকে ভয়াবহ রুপ ধারণ করতে পারে ডেঙ্গু জ্বর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে যানা যায়, ঈদুল আযহার পর থেকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে আজকে পর্যন্ত ৩১ জন ডেঙ্গু জ্বর নিয়ে রোগী ভর্তি হয়েছে।এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন এবং ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাটানো হয়েছে।বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন এখনও ভর্তি রয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
মঙ্গলবার, ১১জুলাই বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে দেখা গেছে অনেক ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসানিচ্ছেন।এদিকে বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে বেশ কয়েকজন রোগী ঢাকা থেকে এসেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।ফলে ওই এলাকার মানুষের মধ্যে ডেঙ্গু আতংক ছড়িয়ে পড়েছে।চন্দ্রদ্বীপ ইউনিয়নের স্বাস্থ্য কর্মী সিদ্দিকুর রহমান বলেন,সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য আমরা কাজ করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, জ্বর হলেই ঘরে বসে না থেকে সরকারি হাসপাতালে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সঠিক চিকিৎসা নিতে হবে।তিনি বলেন, জ্বর নিয়ে কেউ যেন ঘরে বসে না থাকে।ডেঙ্গুবাহী মশার বিস্তার রোধের জন্য বাড়ির পাশে জমে থাকা পানি অপসারণ করা জরুরি।