শেরপুরে ফিরছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা “হা-ডু-ডু” ও লাঠি খেলা
- আপডেট সময় : ১২:৩২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ৬৮
শেরপুর প্রতিনিধি:
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি হলো হা-ডু-ডু খেলা। বাংলাদেশের জাতীয় খেলা হা-ডু-ডু এবং লাঠি খেলা কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যেতে বসেছে। গ্রাম বাংলার জনপ্রিয় এই খেলাটি ধরে রাখতে এবং মাদকের ভয়াবহ কু-ফল থেকে যুব সমাজকে দূরে রাখতে ৭ জুলাই শুক্রবার বিকেল থেকে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের টিকারচর নতুন বাজার এলাকায় মাস ব্যাপী লক্ষমাত্রা নিয়ে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী হা-ডু-ডু ও লাঠি খেলা।
আয়োজক কমিটির সামচুল মেম্বার, ইয়াদ আলী মেম্বার,শামিদুল ইসলাম, বাবুল মিয়া,ইসমাইল হোসেন, সোজা মিয়া, এনামুল হক, মোতালেব, মান্নান জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এক মাসব্যাপী এমন খেলার আয়োজন করা হয়েছে।
খেলা পরিচালনা করেন আনছার ভিডিপির কমান্ডার সরাফত আলী। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু ও লাঠি খেলা দেখতে আশ পাশের এলাকাসহ দুর দুরান্ত থেকে ছোট বড় হাজারো মানুষ খেলা উপভোগ করেন।