রাজনীতি জনসাধারণ দিয়ে নয়, সঠিক সিদ্ধান্ত দিয়ে হয় : এমপি বাবু
- আপডেট সময় : ০৯:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
- / ৬৯
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেছেন রাজনীতি জনসাধারণ দিয়ে নয়, সঠিক সিদ্ধান্ত দিয়ে হয়। বঙ্গবন্ধু সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলে আজকের স্বাধীন বাংলাদেশ পেয়েছি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তের জন্যই আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় ফতেহপুর ইউনিয়নে আলহাজ্ব আবু তালিব মোল্লা বিদ্যালয়ের মাঠে আয়োজিত উক্ত ত্রি-বার্ষিক সম্মলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লিয়াকত হোসেন।
ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মোল্লা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব নাজমুল ইসলাম, দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন মোল্লা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু তালিব মোল্লা।