মোরেলগঞ্জ পৌর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহ-আলম,যুগ্ম-আহ্বায়ক ইসমাইল সদস্য সচিব-রাজিব
- আপডেট সময় : ০৬:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ৮৮
বাগেরহাট প্রতিনিধি:
সাংবাদিকতায় সততা-স্বচ্ছতা ও অধিকার প্রশ্নে পৌর প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন। গতকাল (৩ জুলাই), সোমবার রাত ৮টায় পৌরপ্রেস ক্লাবের নিজস্ব অফিসে প্রগতিশীল ও উদ্যোমী সাংবাদিকদের সমন্বয় এ কমিটি গঠন করা হয়। সিনিয়র সাংবাদিক মোঃ শাহ-আলম হাওলাদার-এর সভাপতিত্বে ও এনায়েত করিম রাজিব’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিকতায় সততা-স্বচ্ছতা ও অধিকার নিয়ে অনেকে কথা বলেন এবং সর্বসম্মত সিদ্ধান্তে দৈনিক প্রতিদিনের সংবাদ ও মর্ণিংঅবজারভার পত্রিকার মোরেলগঞ্জ প্রতিনিধি মোঃ শাহ-আলম তালুকদার-আহ্বায়ক, মোরেলগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, লেখক ও কলামিষ্ট মোঃ ইসমাইল হোসেন-যুগ্ম আহ্বায়ক এবং দৈনিক আমার বার্তা পত্রিকার মোরেলগঞ্জ প্রতিনিধি এনায়েত করিম রাজিব কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
মোরেলগঞ্জ পৌর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, মোঃ শাহ-আলম তালুকদার লাদার-দৈনিক প্রতিদিনের সংবাদ ও মর্ণিং অবজারভার, লেখক ও কলামিষ্ট মোঃ ইসমাইল হোসেন, এনায়েত করিম রাজিব-দৈনিক আমার বার্তা, আরিফ তালুকদার-দৈনিক দেশ সংযোগ, আল আমীন শেখ-দৈনিক দক্ষিণ বার্তা, সৈয়দ মিজানুর রহমান (পাখি)-দৈনিক খবর পত্র, টি এম রনি সাগর-দৈনিক দেশ বাংলা, টি.এম মনির হোসেন-দৈনিক দক্ষিণাঞ্চল সমাচার, মাহমুদুল হাসান-দৈনিক রানার, মোঃ তরিকুল ইসলাম-দৈনিক দৃষ্টিপাত, জিয়া হায়দার রাজু-দৈনিক কালান্তর প্রমুখ।