গোবিন্দপুর অবৈধ গরুর হাট রাজস্ব হারাচ্ছে সরকার
- আপডেট সময় : ১২:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ৫১
রানা সেরনিয়াবাত, বরিশাল:
বরিশাল বাকেরগঞ্জ উপজেলার ৫নং দূর্গাপাশা ইউনিয়নের গোবিন্দপুর ঈদুল আযহা সামনে রেখে একটি কুচক্রী মহল অবৈধভাবে বসিয়েছে গরুর ছাগলের হাট এতে রাজস্ব হারাচ্ছে সরকার।
সরকারি আইন বিধিমালা তোয়াক্কা না করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করে, একটি প্রভাবশালী কুচক্রী মহল আইনের চোখ ফাঁকি দিয়ে গোবিন্দপুরে বসেছিল বিশাল গরু ছাগলের হাট। অবৈধ বাজারে ইজারাদার না নিয়ে সাধারণ জনগণের চোখ ফাঁকি দিয়ে বিক্রয় কৃত প্রতি গরুর অবৈধভাবে রশিদ দিয়ে হাতিয়ে নিচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা নেয়ার অভিযোগ উঠেছে। এদিকে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি মত বিনিময় সভায় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উল্লেখ করে বলেন, অবৈধভাবে অনুমতি ছাড়া কোরবানির ঈদ উপলক্ষে কোন রকমের গরুর ছাগলের হাট বসানো যাবেনা।
এ বিষয়ে জানতে চাইলে দূর্গাপাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ তালুকদার তিনি বলেন,আমার বাজারের ব্যাপারে জানা ছিল না আমি এলাকায় ছিলাম না,আমাকে না জানিয়ে কে বা কাহারা গরু ছাগলের হাট বসিয়েছে এ ব্যাপারে আমি কিছুই অবগত নই, আমিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই অবৈধ হার্ট উচ্ছেদ করা হয়।
এলাকার সাধারণ জনগণের দাবি, এই পশুর হাট বসিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি হয়রানি করা হচ্ছে তেমনি জোরজবস্তি করে বিক্রয়তাদের কাছ থেকে প্রতি গরুর ইজারা বাবদ ৫০০ থেকে ১০০০ টাকা হাতিয়ে নিচ্ছে ইজারা বিহীন অবৈধভাবে আইনের তোয়াক্কা না করে গরুর হাট বসিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করেছেন।