বাকেরগঞ্জে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পেইন
- আপডেট সময় : ০৭:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
- / ৫৮
মোঃ রানা সেরনিয়াবাত:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের দিঘীরপাড় উপকূলীয় অঞ্চলের প্রান্তিক মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষে কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলা বেইজের উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের দিঘীরপাড় ডি জি এল মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্পে স্বাস্থ্যসেবাসহ অদ্যবধি বাংলাদেশ কোস্টগার্ড উপকূল, চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল,চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা অপ্রতুল। তাই সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড বিনামূল্যে ওষুধ বিতরণ করেন কোস্ট গার্ড দক্ষিণ জোন।কোস্ট সূত্রে জানায়, ওই মেডিকেল ক্যাম্পেইনে দিনব্যাপী গাইনি বিশেষজ্ঞ সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ইয়াসমিন আক্তার, এএমসি ও মেডিসিন স্পেশালিস্ট সার্জন লেফটেন্যান্ট মোঃ জাহিদুল ইসলাম, এএমসি উপস্থিত ছিলেন।
এসময় সর্বমোট ৭শ জন পুরুষ, মহিলা ও শিশুকে চিকিৎসা এবং ঔষধ বিতরণ করা হয়। এছাড়া মেডিকেল ক্যাম্পেইন শেষে উপকূলীয় এলাকার জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে স্টাফ অফিসার (অপারেশান্স) লেফটেন্যান্ট এম হাসান মেহেদী কর্তৃক নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ক, অবৈধ মৎস্য সম্পদ আহরণ রোধ, মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান ও মানব পাচার রোধে জনসচেতনতা মূলক আলোচনায়।
আরো উপস্থিত ছিলেন দূর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান ডি জি এল মাধ্যমিক বিদ্যালয়ের বারবার নির্বাচিত সভাপতি হানিফ তালুকদার ডি জি এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ।