চাটখিলে কৃষি মেলার উদ্বোধন
- আপডেট সময় : ১০:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / ৮২
মোজাম্মেল হক লিটন:
নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের সম্প্রসারণ অধিদপ্তর চাটখিল কর্তৃক ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার, ২৩জুন দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু।
আলোচনা সভায় কৃষি মেলার মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার সিরাজুল ইসলাম। এসময় তিন দিন ব্যাপী আয়োজিত কৃষি মেলার বিস্তারিত কার্যক্রম তুলে ধরে জানান,আগামী সোমবার সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণে মধ্য দিয়ে মেলার কার্যক্রম সম্পন্ন হবে।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষক -কৃষণী উপস্থিত ছিলেন।