১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫

সাংবাদিক নাদিম হত্যার বিচার ফাঁসির দাবিতে প্রেসক্লাব বাউফলে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • / ৫৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রানা সেরনিয়াবাত, বরিশাল:

বাংলানিউজ২৪ ডটকম ও ৭১ টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যাকারী চেয়ারম্যান বাবু সহ জরিত সবার দ্রুত বিচার ফাঁসির দাবিতে বাউফলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২২ জুন) বেলা ১১টার দিকে প্রেসক্লাব বাউফল এর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনটি প্রেসক্লাব বাউফল কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী৷ এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রেসক্লাব বাউফল এর সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, সহ-সভাপতি শেখ এম জাফরান হারুন, সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি ফিরোজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য নাসির উদ্দিন খান, সাবেক ভিপি নজরুল ইসলাম খান সহ অনেকে।
বক্তারা এসময় সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার মাস্টারমাইন্ড প্রধান বাবু চেয়ারম্যান সহ জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করে ফাঁসির রায় দিয়ে তা দ্রুত কার্যকর করার দাবি জানান। নাহয় সাংবাদিক সমাজ বিচারের দাবিতে রাজপথে নামতে বাধ্য হবে।
উল্লেখ্য,গত বুধবার (১৪ জুন-২০২৩) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি মোড়ে পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যান। এ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মা যান। পরে প্রশাসন সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত পূর্বক হত্যার পরিকল্পনাকারী প্রধান বাবু চেয়ারম্যান সহ জরিত অন্যান্যদের গ্রেফতার করেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সাংবাদিক নাদিম হত্যার বিচার ফাঁসির দাবিতে প্রেসক্লাব বাউফলে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রানা সেরনিয়াবাত, বরিশাল:

বাংলানিউজ২৪ ডটকম ও ৭১ টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যাকারী চেয়ারম্যান বাবু সহ জরিত সবার দ্রুত বিচার ফাঁসির দাবিতে বাউফলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২২ জুন) বেলা ১১টার দিকে প্রেসক্লাব বাউফল এর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনটি প্রেসক্লাব বাউফল কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী৷ এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রেসক্লাব বাউফল এর সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, সহ-সভাপতি শেখ এম জাফরান হারুন, সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি ফিরোজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য নাসির উদ্দিন খান, সাবেক ভিপি নজরুল ইসলাম খান সহ অনেকে।
বক্তারা এসময় সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার মাস্টারমাইন্ড প্রধান বাবু চেয়ারম্যান সহ জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করে ফাঁসির রায় দিয়ে তা দ্রুত কার্যকর করার দাবি জানান। নাহয় সাংবাদিক সমাজ বিচারের দাবিতে রাজপথে নামতে বাধ্য হবে।
উল্লেখ্য,গত বুধবার (১৪ জুন-২০২৩) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি মোড়ে পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যান। এ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মা যান। পরে প্রশাসন সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত পূর্বক হত্যার পরিকল্পনাকারী প্রধান বাবু চেয়ারম্যান সহ জরিত অন্যান্যদের গ্রেফতার করেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন