চরফ্যাশনে চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক
- আপডেট সময় : ০৫:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ৬১
রুবেল আশরাফুল:
ভোলার চরফ্যাশনে দিনে দুপুরে এক বাড়িতে ঢুকে চুরি করে পালানোর সময় মাহে আলম (২৫) নামের এক চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত বুধবার (২২ জুন) সকাল ১০ টায় উপজেলার শশীভূষণ থানাধীন চরকলমী ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত চোর মাহে আলম উপজেলার জাহানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নুরুজ্জামাপনা ছেলে।
বাড়ির মালিক তাসলিমা জানান, আমি বাবার বাড়ি থেকে এসে ঘর খুলতে গিয়ে শব্দ পেয়ে ঘরের ভিতর গিয়ে দেখি চোর এক চিপার মধ্যে থেকে বের হচ্ছে। পরে তাকে অপরিচিত দেখে জিজ্ঞেস করলে সে মাঝি বাড়ির পরিচয় দিয়ে বলে আমার বড় ভাই আমাকে দৌড়ন দিয়েছে এ জন্য আপনার বাসায় আসছি আমাকে একটু এগিয়ে দিন। পরে তাকে বের করে দিয়ে রুমে এসে দেখি লাকিস কেটে আমার ছোট দুই মেয়ের নাকের দুটো স্বর্ণেররত নিয়ে গেছে। পরে আমার ভাইয়ের কাছে ফোন করে বিষয়টি জানালে সে চোরকে দৌড়ে ধরে।
তাসলিমার ভাই জানায়, আমার বোন কলে বিষয়টি আমাকে জানালে স্থানীয়রা সহকারে দৌড়ে চোরকে আটক করেছি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানার উপপরিদর্শক (এস.আই) সমেস আলী জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে চোরকে থানায় আনা হয়েছে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি এম.এনামুল হক জানান, চোর মাহে আলমের নামে আগে ছয়টি মামলা ছিল তার মধ্যে একটি মামলা সাসপেক্ট ছিল সেই মামলার তাকে আবার আদালতের মাধ্যমে জেলহাজতে চালান দেওয়া হয়েছে।