কয়রায় ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ৬৬
খুলনা সংবাদদাতা:
খুলনার কয়রা সদরে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে জেলা ছাত্রলীগের আয়োজনে, উপজেলা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই ভার্চুয়ালি যুক্ত হয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড উপস্থাপন করে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন।
খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসীন রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী এবং কয়রা উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্যাহ আল মামুন লাভলু, সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু, মেজবাহ উদ্দিন মাসুম, জেলা ছাত্রলীগ নেতা মারুফ হুসাইন, আমির মোমেনীন রানা, তানভির রহমান আকাশ, মৃণাল কান্তি বাছাড়, আশিকুজ্জামান তানভীর, কাজী নাজিব, আতিকুর রহমান আতিক, বাৃধন হালদার, নাজমুল বাছাড় সম্রাট, শেখ রাসেল, আ. রহমান, রাকিব মাহমুদ, লিখন আহমেদ, পলাশ রায়, ফাইম, আয়ন, অলিউজ্জামান সানি, ইব্রাহিম শেখ, মফিজুর রহমান মুন্না, আবির হোসেন, বিভিন্ন উপজেলার ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, আনারুল ইসলাম, শেখ মাসুদ রানা, শেখ রেজওয়ানুল, আবির আক্তার আকাশ ও আরিফ আহমেদ জয় প্রমুখ।
সভায় খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদার ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে দেশবিরোধী ‘ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রলীগের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামীতে কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করার জন্য তৃণমৃল নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হবে। তা ছাড়া প্রকৃত ছাত্রদের সমন্বয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে। এ সময় কয়রা উপজেলার ৭টি ইউনিয়নসহ উপজেলা ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।