মোবাইলে প্রেম-ডেকে নিয়ে কলেজ ছাত্রীকে গণধর্ষণ
- আপডেট সময় : ০৬:১৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ৬৪
আশরাফুল হক, লালমনিরহাট:
লালমনিরহাটে মোবাইলে প্রেম করে কৌশলে ডেকে নিয়ে ভুট্টা ক্ষেতে কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১৮ জুন) সকালে লালমনিরহাট সদর থানায় কথিত প্রেমিক সোহাগের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত কলেজ ছাত্রীর বড় বোন।
এর আগে শনিবার (১৭ জুন) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার এয়ারপোর্ট এলাকার ভুট্টা ক্ষেতে গণধর্ষণের ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, সোহাগ নামে বিমান বাহিনীর সদস্য পরিচয়ে লালমনিরহাট মজিদা খাতুন সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর সাথে দুই বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। শনিবার (১৭ জুন) বিকেলে এয়ারপোর্টে দেখা করতে মোবাইলে কলেজ ছাত্রীকে ডেকে নেয় কথিত প্রেমিক সোহাগ। সেখানে বিয়ের প্রলোভনে পাশে ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করে কথিত প্রেমিক সোহাগ। এরই মধ্যে সোহাগের দুই বন্ধু সেখানে উপস্থিত হলে পুর্ব পরিকল্পনা অনুযায়ী সোহাগ সড়ে দাড়ায় এবং তার দুই বন্ধুও জোরপুর্বক ভয় ভিতি দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে ফেলে পালিয়ে যায়।
রাত হলেও কলেজ ছাত্রীর সন্ধান না পেয়ে তার ফোনে যোগাযোগ করলে বাচানোর আকুতি জানায়। পরে তার পরিবার দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোজা খুজি করে এবং জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিলে সদর থানা পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় ভুট্টা ক্ষেত থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ঠিকানাহীন কথিত প্রেমিক সোহাগের মোবাইল নম্বর দিয়ে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত কলেজ ছাত্রীর বড় বোন।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, খবর পেয়ে কলেজ ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি এবং ওই ঘটনায় ০১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে।