না’গঞ্জ জেলা বিএনপি ও সম্মেলনের ক্যারিশমায় কিংমেকার দিপুতে আস্থা
- আপডেট সময় : ০৮:৩৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ১০৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে রাজপথে এনে যেকোন কর্মসূচীতে নেতাকর্মীদের জোয়ার সৃষ্টি করে বিগত যেকোন সময়ের তুলনায় সংগঠনকে শক্তিশালী করে নেতাকর্মীদের আস্থায় পরিনয় হয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এর মধ্যে ১৪ বছর থেকে আটকে থাকা জেলা বিএনপির সম্মেলনকে সফল করে পলিটিক্যালভাবে টক অব দ্যা টাউনে পরিনত হয়েছেন তিনি।
জেলাজুড়ে বিএনপির রাজনীতির বিষয়ে যেখানেও আলোচনা শুরু হয় সেখানে উঠে আসে কিংমেকারখ্যাত দিপু ভুঁইয়ার নাম। নানা জল্পনা কল্পনা, নেতাকর্মীদের দ্বিধা সবকিছুতে পেছনে ফেলে এবং ভয়কে জয় করিয়ে বিএনপির সম্মেলনকে সফল করে দলের নেতৃত্ব নির্বাচন করাতে পেছন থেকে ভূমিকা রেখেছেন দিপু।
নেতাকর্মীরা জানান, সম্মেলনকে ঘিরে গত কয়েকদিন টানা কাজ করেছেন তারা দিপু ভুঁইয়ার দিক নির্দেশনায়। জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন অন স্ক্রিনে থাকলেও অফ স্ক্রিন থেকে পুরোটাই সমন্বয় করে সফল করিয়েছেন দিপু ভুঁইয়া। তার নেতৃত্ব ও দলকে সংগঠিত করে রাজপথের জন্য উপযুক্ত করে তোলার যোগ্যতা ও সফলতা নেই এখন নেতাকর্মীদের আস্থা প্রবল। দিপু ভুঁইয়াকে দলের যেকোন দায়িত্ব দিলে সেটি সঠিকভাবে বাস্তবায়ন হয় বলে নিঃসন্দেহে বলেন নেতাকর্মীরা।
দলটি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানান, দিপু ভুঁইয়া চাইলে নিজেই নেতা হতে পারতেন কিংবা জেলা বিএনপির সভাপতি হতে পারতেন কিন্তু দলের প্রয়োজনে এখন দলকে সুসংগঠিত করে তিনি তাদেরকে নেতৃত্ব বিকাশে ও দলকে রাজপথের জন্য আন্দোলনমুখী হিসেবে গড়ে তুলছেন। তিনি জেলা বিএনপির বর্তমান কমিটিকে দেখভাল করে রাজপথে আন্দোলন সংগ্রামে অগ্রগামী করেছেন। রাজপথে এখন জেলা বিএনপি যেকোন সময়ের চেয়ে বেশি শক্তিশালী ও আন্দোলনমুখী। শুধু নারায়ণগঞ্জ নয় ঢাকাতেও দলের যেকোন কর্মসূচীতে বিশাল অংশগ্রহণ থাকে জেলা বিএনপির। আর এ কৃতিত্ব পুরোটাই দিপু ভুঁইয়াকে দিচ্ছেন নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় সকল সংগঠনের দায়িত্বশীল নেতারা জানান, দিপু ভুঁইয়া ২৪ ঘন্টাই জেলা বিএনপির রাজনীতি কিভাবে আরো দক্ষ ও রাজপথের জনয উপযোগী করা যায় সেদিকে দৃষ্টি দিচ্ছেন। তাকে নেতাকর্মীরা যেকোন সময় প্রয়োজনে কাছে পায়। তিনিও নেতাকর্মীদের খোঁজ খবর রাখেন। এমন একজন নেতার সান্নিধ্যে থেকে জেলা বিএনপি আরো শক্তিশালী হচ্ছে। দলের প্রয়োজনে যখন যেখানে যেভাবে তাকে প্রয়োজন তখন সেখানে সেভাবেই দিপু ভুঁইয়াকে পাওয়া বলেই তিনি এত জনপ্রিয় বলে নেতাকর্মীদের অভিমত।