চাটখিলে মাদরাসার বহুতলা ভবন উদ্বোধন করলেন : এমপি ইব্রাহিম
- আপডেট সময় : ০৬:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ৫৫
মোজাম্মেল হক লিটন:
চাটখিল কামিল মাদরাসার নব নির্মিত বহুতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। শনিবার (১৭ জুন) দুপুর ২টায় নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি। চার তলা ভবনের নির্মাণ কাজে ৩কোটি ২৬লাখ টাকা ব্যায় হয়।স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠান তাহসিন এন্টারপ্রাইজ এর নির্মাণ কাজ সম্পন্ন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল, পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বশির উল্যা, সহ আওয়ামী যুবলীগের ছাত্রনেতা সালাহ উদ্দিন সুমন প্রমুখ।