জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় মুহাম্মদ গিয়াসউদ্দিনকে ইকবাল হোসেনের অভিনন্দন
- আপডেট সময় : ০৯:১৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ৭০
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বিনা প্রতিদ্বদ্বীতায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় মুহাম্মদ গিয়াসউদ্দিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। মঙ্গলবার (১৩ জুন) রাতে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানায়।
এসময় তিনি বলেন, মুহাম্মদ গিয়াসউদ্দিন বিনা প্রতিদ্বদ্বীতায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলার বিরুদ্ধে আন্দোলন বেগবান হবে। আওয়ামী সরকারের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সক্ষম হবে। আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন বিনা প্রতিদ্ধন্ধীতায় জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানাই।