পুলিশের সহায়তায় শিশুকে ফিরিয়ে পেলেন মা
- আপডেট সময় : ০৭:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ৬০
কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামের উলিপুরে ৭ মাসের এক শিশুকে বাবার কাছ থেকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। গত সোমবার রাতে মায়ের কোলে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে শিশুটিকে গত ১২ জুন বাবা তাকে নিজ বাড়িতে রেখে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। পরে সন্তানকে উদ্ধারে পারিবারিকভাবে ব্যর্থ হন শিশুটির মা। একপর্যায়ে উলিপুর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের সহায়তা নেন তিনি। উলিপুর থানাপুলিশ বিষয়টি আমলে নিয়ে দুই ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয়।
ওসি শেখ আশরাফুজামান বলেন, অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে শিশুটিকে তার বাবার কাছ থেকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। শিশুটির নাম আলম হাসান। সে উলিপুর উপজেলার পাণ্ডুল ইউনিয়নের উত্তর আপুয়ারখাতা গ্রামের মহিবুল্লা-আসমা দম্পতির সন্তান