সিদ্ধিরগঞ্জে নয় পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ৬৩
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নয় পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১২ জুন) দুপুওে দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশ থেকে চাঁদাবাজিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃত চাঁদাবাজদের কাছ থেকে পরিবহনে চাঁদাবাজির ৩ হাজার ৮৭৮ টাকা উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ দুলাল (৩২), সাদ্দাম হোসেন (২৫), মোঃ আলামিন (১৮), মোঃ জামির হোসেন (২২), মোঃ সাদ্দাম হোসেন (২১), মোঃ হাসান (১৮), মোঃ জসিম (৩২), মোঃ সেলিম (২৭) ও মোঃ হাসান (১৮)।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কতিপয় চাঁদাবাজ কাঁচপুরব্রিজের পশ্চিম ঢালে বিভিন্ন পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। ওই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে ৯ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, মহাসড়কে যাতে কোন চাঁদাবাজ বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজী করতে না পারে সে লক্ষ্যে আমরা সোচ্চার রয়েছি। আমরা মহাসড়কে মহাসড়কে কাউকে চাঁদাবাজী করতে দিব না। এসকল চাঁদাজদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।