কেসিসি নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইলেন বাবু নিশিত রঞ্জন
- আপডেট সময় : ১০:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ৫৯
সংবাদদাতা খুলনা:
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর পক্ষে-কয়রা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু নিশিত রঞ্জন মিস্ত্রীর নেতৃত্বে খুলনার শীতলা বাড়ী মন্দির এলাকা, মিস্ত্রী পাড়া বাজার মোড়, ডাকবাংলা, জেলখানা ঘাট,পিকচার প্যালেস মোড়,সদর থানার মোড়’সহ শহরের বিভিন্ন এলাকায় নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থণা করেন। এসময় সর্বস্থরের জনগন’কে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আধুনিক ও তিলোত্তমা এবং খুলনা সিটি কর্পোরেশনের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক’কে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান বাবু নিশিত রঞ্জন মিস্ত্রী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে কয়রা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী বলেন,,খুলনা সিটি কর্পোরেশনকে তিলোত্তমা নগরীতে পরিণত করার জন্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ভাইকে ভোট দিবেন।তিনি আরো বলেন সকল ভুল ক্রুটি ভুলে গিয়ে ঐক্য বদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক কামরুল ইসলাম গাজী,ভরসা এনজিও এর নির্বাহী পরিচালক ধীমান মহলদার,উপছাত্র বিষয়ক সম্পাদক মনি শংকর মন্ডল,জেলা ছাত্রলীগের সদস্য আবু দাউদ রনি,ছাত্র লীগ নেতা আরিফুল, সাগর অমিত,মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।