০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

“ভালবাসি বাবা”

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:১৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • / ৬৪

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

“ভালবাসি বাবা”
কবি: রিপন কান্তি গুণ

খুব জানতে ইচ্ছে করে বাবা!
কোথায় আছো?, কেমন আছো তুমি?
চলে গেলে আমায় একা ফেলে,
আজ সৃতিগুলোই শুধু, এঁকে রেখেছি মনের গহীনে ।
তোমার মত বন্ধু, পাব নাকো খোঁজে আর
দুঃখ, আনন্দ কিংবা বিপদে,
এখন দেয়না কেউ আর উপদেশ,
তোমার মত করে….
সাহস দিয়ে বলেনা কেউ –
ভয় নেই তোর, আমি আছি পাশে –
ব্যর্থতা সব পিছু ঠেলে, এগিয়ে চল সম্মুখে।
দেখাতে তুমি আমায় সত্য পথের আলো
বুঝিয়ে দিতে আমায়-মন্দ আর ভালো,
আসতো যত ঝড় কিংবা কালো থাবা-
বিপদে পরতে ঝাঁপিয়ে তুমি, আমার প্রিয় বাবা ।

আজ আমি পাইনা খুঁজে তোমায়
হাতড়ে বেড়ায় মনে হতাশা,
ভুলিনি আজও
তোমার শাসন, বারণ তোমার ভালবাসা ।
নেই তুমি আজ, চোখের সম্মুখে তবু আছো-
এই হৃদয় গহীনে !
তোমার কথা ভেবে, আজও দু’ফোটা অশ্রু জমে চোখের কোনে।
আজও ভেসে যাই, মন নদীর স্রোতে
অশ্রুসজল চোখে তোমার ছবি ওঠে শুধু ভেসে,
মুখ ফুটে আজও যে কথাটি হইনি বলা,
শুনে নাও আজ বাবা –
ভালবাসি তোমায় আমি, ‘আমার প্রিয় বাবা’ ।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

“ভালবাসি বাবা”

আপডেট সময় : ০৭:১৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

“ভালবাসি বাবা”
কবি: রিপন কান্তি গুণ

খুব জানতে ইচ্ছে করে বাবা!
কোথায় আছো?, কেমন আছো তুমি?
চলে গেলে আমায় একা ফেলে,
আজ সৃতিগুলোই শুধু, এঁকে রেখেছি মনের গহীনে ।
তোমার মত বন্ধু, পাব নাকো খোঁজে আর
দুঃখ, আনন্দ কিংবা বিপদে,
এখন দেয়না কেউ আর উপদেশ,
তোমার মত করে….
সাহস দিয়ে বলেনা কেউ –
ভয় নেই তোর, আমি আছি পাশে –
ব্যর্থতা সব পিছু ঠেলে, এগিয়ে চল সম্মুখে।
দেখাতে তুমি আমায় সত্য পথের আলো
বুঝিয়ে দিতে আমায়-মন্দ আর ভালো,
আসতো যত ঝড় কিংবা কালো থাবা-
বিপদে পরতে ঝাঁপিয়ে তুমি, আমার প্রিয় বাবা ।

আজ আমি পাইনা খুঁজে তোমায়
হাতড়ে বেড়ায় মনে হতাশা,
ভুলিনি আজও
তোমার শাসন, বারণ তোমার ভালবাসা ।
নেই তুমি আজ, চোখের সম্মুখে তবু আছো-
এই হৃদয় গহীনে !
তোমার কথা ভেবে, আজও দু’ফোটা অশ্রু জমে চোখের কোনে।
আজও ভেসে যাই, মন নদীর স্রোতে
অশ্রুসজল চোখে তোমার ছবি ওঠে শুধু ভেসে,
মুখ ফুটে আজও যে কথাটি হইনি বলা,
শুনে নাও আজ বাবা –
ভালবাসি তোমায় আমি, ‘আমার প্রিয় বাবা’ ।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন