১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
শিরোনাম:
দর্শনা চেকপোস্টে বিদেশী মুদ্রাসহ আটক
রিপোর্টার
- আপডেট সময় : ০৮:৩৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ৭৩
মাহমুদ হাসান রনি:
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে বিজিবির টহলদল ভারত থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১ লাখ ৪৩হাজার ১শ ইউ এস ডলার ও ১০ হাজার ইউরো সহ আটক করেছে। বিজিবি জানায়, শনিবার ৩ জুন সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার যাত্রাবাড়ি এলাকার জালাল উদ্দীনের ছেলে মো : তাপস শেখ (২৮) ভারত থেকে দর্শনা চেকপোস্ট হয়ে ফিরছিল।
বিজিবির সন্দেহ হলে ব্যাগ তল্লাসি করে।এ সময় তার ব্যাগে বিভিন্ন কায়দায় রাখা এ সব ইউ এস ডলার ও ইউরো সহ তাকে আটক করে। বিজিবি জানান আটক এসব ডলার ও ইউরো বাংলাদেশী টাকার প্রায় ১কোটি ৬৯ লক্ষ টাকার সম পরিমান বলএ চুয়াডাঙ্গা- ৬ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান। এ বিষয়ে দর্শনা চেকপোস্ট হাবিলদার আঃ জলিল বাদি হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছে,আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।