মসমাজকল্যাণ প্রতিমন্ত্রীকে নিঃসঙ্গ করে দিয়ে না ফেরার চলেগেলেন তার স্ত্রী
- আপডেট সময় : ০৮:২২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / ৫২
রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
গত বৃহস্পতিবার (১ জুন) রাত আনুমানিক দশটা ২০ মিনিটে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের অন্যতম পরিচালক কামরুন্নেসা আশরাফ (দীনা) আগামী ১২ই জুন স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে জার্মানির বার্লিনে যাওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মৃত্যুর কাছে হার মানলেন তিনি। এছাড়াও তিনি ব্যডমিন্টন ফেডারেশন, মহিলা ক্রীড়া সংস্থাসহ নানা ক্রীড়া সংগঠনে জড়িত ছিলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল কামরুন্নেসা আশরাফ দীনা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তার আকস্মিক মৃত্যুতে ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করেছেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এমন এাজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোকাহত জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন সর্বস্তরের নাগরিকরা। তিনি একাধারে ক্রীড়াবিদ, সেইসাথে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্ণধারও ছিলেন। নেত্রকোনায় একটি বুদ্ধী প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করেছিলেন।
নেত্রকোনাবাসী রাজলক্ষ্মী মৌসুমী বলেন -উনি যে নিঃসন্দেহে মানুষের উপকার করেছেন এতেই বুঝা যায় কত প্রিয় ছিলেন ভাবী।সবসময় হাসিমাখা মুখটা আর কোনদিন দেখতে পাবে না কেউ
তিনি স্বামী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার পরিবারের পক্ষ থেকে নামাজে জানাজার সময়মূচী নিশ্চিত করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর এপিএস মোঃ রেজাউর রহমান ফয়সল।
তিনি জানান প্রথম নামাজে জানাজা সকাল ৯.০০ টায় ঢাকা কাকরাইল, সার্কিট হাউজ মসজিদে ও দ্বিতীয় জানাজা আজ সন্ধ্যা ৬.০০ নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। মরহুমার নামাজে জানাজায় নেত্রকোনা জেলার আওয়ামীলীগের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।