বাগেরহাটে খানজাহান আলী রহঃ মাজার পরিদর্শনে আজমীর শরিফের খাদেম কলীমুদ্দিন চিস্তি
- আপডেট সময় : ০৬:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / ৭০
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে খানজাহান আলী রহঃ মাজার পরিদর্শন করেছেন ভারত উপমহাদেশের ইসলাম প্রচারক সুলতানুল আউলিয়া খাজা গরিবে নেওয়াজ মুইনুদ্দীন চিস্তী রহঃ এর মাজার আজমীর শরিফের সিনিয়র খাদেম হাজী সৈয়দ কলীমুদ্দিন চিস্তি। এ সময় বাগেরহাট জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান, জেলা তাঁতী লীগের সভাপতি ও বাগেরহাট আন্তঃ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি তালুকদার আব্দুল বাকী তার সাথে ছিলেন।
শুক্রবার (২ জুন) দুপুরে তিনি বাগেরহাটে খানজাহান আলী রহঃ মাজার পরিদর্শন ও পীর সাহেবের কবর জিয়ারত শেষে তিনি দেশ ও জাতির জন্য দোয়া করেন। এর পূর্বে খানজাহান আলী রহঃ মাজারের প্রধান খাদেম ফকির শেরে আলী তাকে অভ্যার্থনা জানান।
গত ৩০ মে ভারত উপমহাদেশের ইসলাম প্রচারক সুলতানুল আউলিয়া খাজা গরিবে নেওয়াজ মুইনুদ্দীন চিস্তী রহঃ এর মাজার আজমীর শরিফের সিনিয়র খাদেম হাজী সৈয়দ কলীমুদ্দিন চিস্তি স্ব-পরিবারে বাংলাদেশ সফরে আসেন।