রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ লামনগর একাডেমি, জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শোহরাব
- আপডেট সময় : ০৮:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ৫৫
মোহাম্মদ আলী, রামগঞ্জ:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ইং সালের সার্বিক বিবেচনায় রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্টানের মর্যাদা লাভ করেছে ৯নম্বর ভোলাকোট ইউনিয়নের লামনগর একাডেমি।
১৯৯৪ ইং সালে অজপাড়া গাঁয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এলাকার বরেণ্য শিক্ষাবিদ ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির প্রতিষ্ঠাতা ও আহমেদ আবদুর রহমান ট্রাষ্টের চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূইয়া।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দানবীর ও শিক্ষানুরাগীদের সহযোগিতায় বিদ্যালয়টির ফলাফল বিগত দিনে ঈর্ষণীয় সফলতা লাভ করে। ২০২২ইং সনে ২৯ জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করে বিদ্যালয়টিতে।
এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, আমরা বিদ্যালয়টির সাফল্যে গর্বিত। এ কৃতিত্ব অর্জন করেছে বিদ্যালয়ের শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় এলাকাবসির। এ সফলতা ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করছি।
এ ব্যপারে রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের রশিদ জানান, স্কুল পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে লামনগর একাডেমি, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শোহরাব হোসেন ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক টিউরী উচ্চ বিদ্যালয়ের জাহাঙ্গীর আলম। এসময় তিনি আরো জানান, জেলা পর্যায়ে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসাবে টিউরী উচ্চ বিদ্যালয়ের শ্রেণি শিক্ষক জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।