চুয়াডাঙ্গায় জুলিও কুরি উদযাপন
- আপডেট সময় : ০৬:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ৬৫
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২৮মে সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাজমুল হামিদ (রেজা)র সভাপতিত্বে উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান মঞ্জু, সাবেক অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মালিক। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারী আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুর রশিদ।