ভারত সরকারের উপহার ২০টি রেলের ইঞ্জিন বাংলাদেশের কাছে হস্তান্তর
- আপডেট সময় : ০৮:৩০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ৬০
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারত সরকারের উপহার ২০টি রেলের ইঞ্জিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বাংলাদেশের উপহার রেলের ২০ টি ইঞ্জিন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে আন্তর্জাতিক স্টেশনে পৌঁছেছে।
মঙ্গলবার বিকাল ৫ টায় দর্শনা আন্তর্জাতিক স্টেশনে ভারতীয় ওই সুসজ্জিত ইঞ্জিন বাহি একটি ট্রেনটি প্রবেশ করে। দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন ইমিগ্রেশন ভবনে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় ট্রেনগুলো হস্তান্তর করেন ভারতের ট্রাফিক ইন্সপেক্টর ম্যাকানিক্যাল অশোক কুমার। বাংলাদেশের পক্ষে ভারতীয় ২০টি ট্রেনের ইঞ্জিন গ্রহণ করেন ঊর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী ইনচার্জ শারেক জামাল। এর আগে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন বাংলাদেশ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতের দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন ভারতের রেলমন্ত্রী ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশন গোল্ড মেডেলিস্ট শ্রী অশ্বিনী বৈষ্ণব। দু’দেশের বন্ধুত্বপূর্ণ বজায় রাখার গুরুত্বপূর্ণ আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে ২০ টি ভারতের রেলের ইঞ্জিল গ্রহণ করেন। এ বিষয়ে দর্শনা আন্তর্জাতিক স্টেশন সুপারিনটেনডেন্ট মির্জা কামরুল হক জানান, মঙ্গলবার বিকাল ৫ টার দিকে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দেওয়া বাংলাদেশের উপহার ভারতীয় রেলের ব্রডগেজ লাইনের ডাব্লু ডি এম থ্রি ডি মডেলের ২০ টি ডিজেল চালিত ইঞ্জিন গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের চিপ অফ প্রধান যন্ত্র প্রকৌশলী কুদরত ইখুদা, চিপ অপরেটিং সুপারেনটেনডেন্ট আহসানুল্লাহ ভূঁইয়া, চিপ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী আসাদুল হক, চিপ সিগন্যাল টেলিকমিউনিকেসন মিজানুর রহমান,চিপ কমান্ডেন্ট আসাবুল ইসলাম, প্রধান নির্বাহী রফিকুল ইসলাম,পরিচালক পরিচালক লোকো তসলিম আহমেদ, বিভাগীয় রেলের ব্যবস্থাপক খান শাহ সুফি নুর মোহাম্মদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু,দামুড়দা উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু, দর্শনা মেয়র আতিয়ার রহমান হাবু, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, রেলওয়ে নিরাপত্তা বাহিনী পাকশীর চিপ কমান্ডেন্ট আশরাফুল ইসলাম কমান্ডার মোর্শেদ আলম, দর্শনা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার রুস্তম আলী প্রমুখ।