সিরতা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন চেয়ারম্যান সাঈদ
- আপডেট সময় : ০৬:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ৫৪
ষ্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের সদর উপজেলার চরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরতা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক সম্পাদক, সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিধ সমাজ সেবক আলহাজ্ব আবু সাঈদ।
১৬ই মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের কলেজ পরিদর্শক স্বাক্ষররিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞাপ্তিতে জানা যায় এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ হতে আগামী ৬ মাস এই কার্যক্রম চলমান থাকবে। উক্ত সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং কমিট গঠন পক্রিয়া সম্পন্ন করে বোর্ডের অনুমোদন নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও অধ্যক্ষকে আহবান জানানো হয়েছে।
প্রস্তাবিত এডহক কমিটিতে সদস্য সচিব হিসাবে অধ্যক্ষ আব্দুস সেলিম,শিক্ষক প্রতিনিধি নূর ইসলাম ও অভিভাবক প্রতিনিধি হিসেবে নাসরিন সুলতানাকে মনোনীত করা হয়েছে।
সিরতা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ আব্দুস সেলিম বলেন, নির্বাচিত সিরতা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর এডহক কমিটির সদস্যরা পরবর্তী ৬(ছয়) মাস সিরতা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর কার্যক্রম পরিচালনা করবেন।
সিরতা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ বলেন, সিরতা উচ্চ বিদ্যালয় ও কলেজটি সদর উপজেলার চরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি। চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবেও সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।